

কলকাতা প্রতিনিধি:
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও নির্দেশে ,নয় নম্বর ওয়ার্ড ও বিদ্যায়তন তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ ,বরানগর পঞ্চবটি তৃণমূল পার্টি অফিসের সামনে এক রক্তদান শিবির আয়োজন করলেন, রক্তদান শিবিরের উদ্বোধন করেন সবার প্রিয় মাননীয় বিধায়ক তাপস রায় মহাশয়, তিনি সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে বলেন করোনা কালে রক্তের খুব প্রয়োজন হয়ে পড়েছে সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংক গুলিতে সময়ে রক্ত পাওয়া যাচ্ছে না, এমনকি মানুষের শরীরের বিভিন্ন রোগ হোয়াই, হসপিটাল অপারেশনের সময় রক্তের প্রয়োজন হয়ে পড়েছে, তাই রক্তের খুব প্রয়োজন ,এই রক্তের কিছুটা চাহিদা মেটাতে ,আমাদের তৃণমূল কর্মীরা রক্তদান শিবিরের আয়োজন করেন, রক্তদান মহৎ দান ,এক ফোটা রক্ত আরেক জনের জীবন বাঁচাতে পারে ,তাই এলাকার মানুষের কাছে আমাদের আবেদন , এই রক্তদান শিবিরে যেন রক্ত দিয়ে যান, তিনি আরো বলেন করোনা কালীন আমাদের এলাকার এই ৩৮ টি ওয়ার্ডে সবচাইতে বেশি রক্তদান শিবির করা হয়েছে ,এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছি রক্তের কিছুটা চাহিদা মেটাতে, এবং এলাকার মানুষ আমাদের সাথে যথেষ্টভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন , প্রায়ই ৭৫ থেকে ১০০ জন রক্তদাতা এখানে রক্ত দিয়ে গেছেন, আমরা তাদের কে ধন্যবাদ জানাই সহযোগিতা করার জন্য, রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ,সবার প্রিয় মানুষ এবং অধ্যাপক সৌগত রায় মহাশয় ,উপস্থিত ছিলেন বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি, শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, মুখ্য সচেতক পশ্চিমবঙ্গ সরকার শ্রী নির্মল ঘোষ ,খাদ্য মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী রথীন ঘোষ, কামারহাটি বিধায়ক ও সিটিসি চেয়ারম্যান মদন মিত্র মহাশয়, মুখ্য প্রশাসক বরানগর পৌরসভা শ্রীমতি অপর্ণা মৌলিক ,বরানগর ৯ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শ্রীরামকৃষ্ণ পাল মহাশয়, ১৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সরমা পাল ,প্রশাসক মন্ডলীর সদস্য শ্রীমতি বিনাদাশ জানা ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দ ,। রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।