একটু উষ্ণতা


জেবু নজরুল ইসলাম:
প্রতিদিন শুধু নিয়েই গেলে যা আছে সব
মরুময় শূণ্যবুকে দাওনি কখনো কিছু
দাওনি ভালবাসার একটু শিশির কণা
আর কত বঞ্চিত করে রাখবে
এবার একটি বার দাও হৃদয়ের ছোঁয়া
কিংবা গোলাপি পাপড়ির একটু উষ্ণতা।
যা কিছু ছিলো সবই দিয়েছি ঢেলে
আর নেই, দিতে পারি তোমাকে
এখন এই হৃদয়ের ভালবাসা ছাড়া।
যেওনা অতৃপ্ত রেখে আমায়
ঘুম ভেঙ্গে গেলে নিস্তব্ধ নিশীথে
শুনবে আমার বুকের অতৃপ্তির আর্তনাদ
জ্বলবে কেবলি চিতার অনল
নির্ঘুম কেটে যাবে দীর্ঘ রজনী
অনুভব করবে বুকের নিভৃতে
শুধু শূন্যতা শুধু হাহাকার,
দুচোখে নামবে তখন শ্রাবণধারা
হৃদপিণ্ডের গহিনে তোমার
দেখবে কেহ নাই শুধু আমি ছাড়া।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category