

কলকাতা প্রতিনিধি:
কলকাতা প্রেসক্লাব একটি ক্যাসেট এর শুভ সূচনা ও উদ্বোধন করলেন, বাংলা সঙ্গীত ইতিহাসের শ্রেষ্ঠা আচার্য জয়ন্ত বোস এর, যাহার হাত ধরে বহু শিল্পী সংগীতজগতের উঠে এসেছেন এবং জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন সেই সকল শিল্পীদের নেই সংগীত শিল্পী জয়ন্ত বোস একটি ক্যাসেট উদ্বোধন করলেন শুধু তাই নয় এই মঞ্চ থেকেই তিনি একটি ইউটিউব চ্যানেল আসছে মিউজিক্যাল সিরিজ আচারিয়া পরিবার , যেখানে নতুন নতুন শিল্পী এই সিরিজে সুযোগ পাবেন, এবং তাদের বহি প্রকাশ পাবে, এই সিরিজের প্রথম পর্বে থাকছে বিশেষ আকর্ষণ সঞ্চালকের ভূমিকায় পন্ডিত তন্ময় বোস ও সুর তাল বাদ্যের সমন্বয় সৃষ্টি করবেন পন্ডিত তন্ময় বোস, হারমোনিয়ামে শিল্পীদের পরিচয় জ্ঞাপন করবেন জয়ন্ত বোস, যে সকল শিল্পীরা এই ক্যাসেট টিতে গান গেয়েছেন এবং মঞ্চে উপস্থিত ছিলেন, রবীন্দ্র সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, শম্পা কুন্ডু ,শুভমিতা বন্দ্যোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায় ,জয়তী চক্রবর্তী ,আকাশ ভট্টাচার্য ,পিউ মুখার্জী, বৈশাখী চৌধুরী, সোম চ্যাটার্জী , মাহিরী বোস, অন্যান্য শিল্পীরা, সমস্ত শিল্পী একটি কথাই বললেন ,যার হাত ধরে আমরা এই জগতে প্রবেশ করেছি, যার গান শুনে আমরা মুগ্ধ হয়েছি, আজ তার উদ্বোধনে আমরা আসতে পেরে গর্বিত মনে করছি ,দর্শকরা এই ক্যাসেটটি কিনে যদি শুনে অতি অবশ্যই ভালো লাগবে ,একটা অন্য মাত্রা এনে দিয়েছে এই ক্যাসেটে গানের মধ্য দিয়ে । রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।