

জেলা প্রতিনিধি এস এম রাকিব:
উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ ১৭ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ – মাহফিল ও কেক কাটার মাধ্যদিয়ে জমকালো ভাবে অনুষ্ঠানটি পালিত হয়।উক্ত অনুষ্ঠানে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রবিন সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ তাজুল ইসলাম।৫তম প্রতিষ্ঠা বার্ষকী উপলক্ষে সংগঠনের উন্নয়ন, মানসম্মত সেবা ও সবার সফলতা কামনায় বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোঃ সারোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক মত্তালিব সরকার, যুগ্ম- সাধারণ সম্পাদক ছোলাইমান আলী বাবু, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান মিলন, কার্যনির্বাহী সদস্য মোনারুল ইসলাম সাঈদ, সদস্য জাকির হোসেন রনি,নাজমুল হাসান লাম, রাকিবুল ইসলাম রাকিব, মিলন, হাবিবুর রহমান হাবিব।