

আবুল আতা মামুন :
আজ বিকেলে বড়দেশী ঈদগাহ্ মাঠে আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আমিন বাজার ইউনিয়ন শাখার আয়োজনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেতে গিয়ে তিনি আরও বলেন, এটা স্থানীয় নির্বাচন এই এলাকার উন্নয়নের নির্বাচন। এই ইউনিয়নের উন্নয়ন কাজগুলো অব্যাহত রাখতে মোঃ রকিব আহম্মেদের কোন বিকল্প নেই।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন,আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক।
পথ সভায় বক্তারা মোঃ রকিব আহম্মেদকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন,আমিনবাজার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়তে মোঃ রকিব আহম্মেদের কোন বিকল্প নেই,।এছাড়াও বক্তারা সম্প্রতি ৬ ছাত্র হত্যাকান্ড মামলার রায়ে দন্ডিতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন আমরা তাদেরকে আইনি প্রক্রিয়া মোকাবিলা করে উচ্চ আদালত থেকে জামিনে বের করে নিয় আসবো।
৫ তারিখে নির্বিগ্নে সারাদিন নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন নৌকা বিজয় আপনাদের বিজয় এই এলাকার বিজয় মোঃ রকিব আহম্মেদ।
পথসভায় আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগ ,যুবলীগ, ছাত্রলীগ,কৃষক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সহস্রাধীক সাধারন মামুষ উপস্থিত ছিলেন।