

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, সংবাদপত্র হচ্ছে সমাজের আয়না, আর সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যেকোন জাতি কাঙ্খিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারে। তিনি কুসংস্কারমুক্ত পজেটিভ সাংবাদিকতা করার জন্য সংবাদপত্রসেবীদের প্রতি আহবান জানিয়ে বলেন, সুস্থ সাংবাদিকতার বিকাশ ঘটানোর মাধ্যমে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি শনিবার (১ জানুয়ারি) দুপুরে পটিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও পটিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকী, কার্যকরী সভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, সাংবাদিক এস এম এ কে জহাঙ্গীর, নূর হোসেন, আহমদ উল্লাহ, ফারুকুর রহমান বিনজু, এস.এম রহমান, নজরুল ইসলাম, গোলাম কাদের, কামরুল ইসলাম, সুজিত দত্ত, শাহজাহান চৌধুরী, ওবায়দুল হক পিপলু, সঞ্জয় সেন, মহিউদ্দিন চৌধুরী, মোরশেদ আলম, কাউছার আলম প্রমুখ।