

সৈকত জোয়ারদার বাবু:
অদ্য ১লা জানুয়ারি ২২ইং রোজ শনিবার পবিত্র খতমে কোরআন আর বই বিতরনের মাধ্যমে উদ্বোধন হলো শোভনছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রম।
কার্যক্রম শুরুর প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াত করেন অত্র স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ সাইমন এবং পবিত্র গীতা পাঠ করেন অত্র স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বীথি মল্লিক। নিয়মনুযায়ী শপথ বাক্য পাঠ করেন অত্র স্কুলের অফিস সহকারী মোঃ রাশেদুল আলম।
এরপর জাতীয় পতাকাকে সন্মান দেখিয়ে উপস্থিত সকলে জাতীয় সংগীত পরিবেশন করেন।
অনলাইনে উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অত্র প্রতিষ্টানের শুভ উদ্বোধন ঘোষণা করেন শোভনছড়ি উচ্চ বিদ্যালয়ের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল আলম নুরু।
সমাবেশ শেষে বই বিতরণ উপলক্ষে অত্র বিদ্যালয়ের ছাত্র / ছাত্রী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাস্টার মফিজুল আনোয়ার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেদা আনোয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার সাহেব।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় সাংগঠনিক কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাষ্টার মুহাম্মদ মাহবুবুল আলম।
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা শফিউল্লাহ হাবিলদার, মাহবুবুল হক সাহেব, মোহাম্মদ হোসেন তালুকদার সাহেব,সুয়াবিল ইউপির সদস্য জনাব মিন্টু কুমার চৌধুরী,ডাঃ বেলাল উদ্দীন সাহেব, মহিলা সদস্যা লাভলী আক্তার,আবুল কালাম সওঃ সাহেব ,জনাব জসিম উদ্দিন সওঃ সাহেব, মোঃ ইলিয়াছ সাহেব, প্রবাসী সদস্য আব্দুল মালেক, ডাঃ খোকন চক্রবর্তী, কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাঈন উদ্দিন,শিপ্লব সেন ও দেলোয়ার প্রমুখ।
সর্বশেষে প্রধান অতিথির বক্তব্য শেষে ২০২২ সালের পাঠ্যপুস্তক বিতরণ শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।