

হরিণাকুণ্ডু(ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে আগামী ৫ জানুয়ারি আট ইউনিয়নে নির্বাচন। নির্বাচন শুষ্ঠ্যু, অবাদ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের দাবী জানিয়েছেন ঐ ইউনিয়নের আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোঃ শরাফত দৌলা ঝন্টু।
আগামী পাঁচ জানুয়ারি ২০২২
হরিণাকুণ্ডু উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুষ্ঠ্যু,অবাধও নিরপেক্ষ,সস্ব-অবস্থানপূর্ণ,শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের দাবি জানিয়েছেন ঐ ইউনিয়নের চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ শরাফত দৌলা ঝন্টু।
রবিবার( ২ জানুয়ারি) বিকালে তার প্রধান অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান প্রার্থী ঝন্টু। এ সময়ে তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।এক পৃষ্ঠার লিখিত বক্তব্যে তিনি বলেন,এই ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দার আমার কর্মী-সমর্থকদের অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন।
এদিকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকে নির্বাচন করছেন আলহাজ্ব মোঃ মশিউর রহমান জোয়ার্দার। অপর দিকে স্বতন্ত্র চেয়ারম্যান পদে আনারস প্রতীকের মোঃ শরাফত দৌলা ঝন্টু অভিযোগ করে বলেন, আনারস এর বিজয় নিশ্চিত ভেবে আমার নেতা কর্মীদের কয়েকদিন ধরে ভয়ভীতি দেখিয়ে আসছে নৌকার সমর্থকরা। এক ভোট পেলেও পাশ। ইউনিয়নের শিতলী, ঘোড়াগাছা,দৌলতপুর ওয়ার্ডে আমার নেতা কর্মীরা সবচেয়ে ঝুকির মধ্যেও আছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।