

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
রবিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উদযাপিত।’মুজিব বর্ষের সফলতা,ঘরেই পাবেন সকল ভাতা”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদফতর আয়োজনে এবং বেসরকারি সংস্থা সমূহের যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালী বের করে।র্যালী শেষে উপজেলা পরিষদের অডিটরিয়া রুমে উপজেলা সমাজসেবা অফিসার রাফিউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম।আলোচনা শেষে প্রতবন্ধি সুবিধাভোগিদের মাঝে চেক ও লোন বিতরণের চেক হস্তান্তর করা হয়। সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী গণ প্রমুখ উপস্থিত ছিলেন।