

রিপোর্টার কলকাতা থেকে সমরেশ রয় ও শম্পা দাস:
শিশির মঞ্চ প্লাজমিড এর মাধ্যমে শুভসূচনা হলেও সরকার বাধ্য হলেন এই ফিল্ম ফেস্টিভ্যালে বারের মত বন্ধ রাখতে, ৭ই জানুয়ারী থেকে ১৪ ই জানুয়ারী বিভিন্ন মঞ্চে যে বিদেশী ফিল্ম দেখানোর কথা এবং যার অপেক্ষায় বিভিন্ন দেশের ডিরেক্টর থেকে শুরু করে পরিচালকরা পর্যন্ত ব্যস্ততার মধ্যে ছিলেন, তাদের একটি ছবি দেখানোর জন্য ও মুক্তি পাওয়ার জন্য, এবং ফিল্ম ফেস্টিভ্যালে নাম দেওয়া থেকে শুরু করে প্রস্তুতি নেয়া পর্যন্ত আজ তাদের মন ম্লান হয়ে গেল, সবাই চাই এই ফিল্ম উৎসবে তাদের একটা ছবি মানুষ দেখুক ,বিচার করুক, এবং সরকার তাদের স্বীকৃতি দিক ,তাই তারা প্রতি বছর অপেক্ষায় থাকে , কিন্তু করোনা সবকিছু ধুয়ে মুছে লন্ডভন্ড করে দিল করে দিল, যেভাবে করোনার প্রকোপ বাড়ছে, তাতে সবাই আতঙ্কিত, তাই বাধ্য হয়েছেন সরকার যাতে কোনরকম আর প্রকোপ না বাড়ে, মানুষ সুস্থ থাকে ,মানুষ বিপদ এর মধ্যে ঝুঁকি নিয়ে কোনো কিছু না করে, তাই এই উৎসব কে বন্ধ করে দিলেন, শুধু দেশ-বিদেশের ডিরেক্টর বা পরিচালকরায় নয়, দর্শকরাও অপেক্ষা করে থাকেন, এই এই দিনটির জন্য, তারা নতুন নতুন কিছু উপভোগ করবেন এই সিনেমার মাধ্যমে, কিন্তু এমন একটা মারাত্মক রোগ দু’বছর যাবৎ মানুষকে আক্রমণ করছে, তাতে সকল বিশ্ববাসী হতাশাগ্রস্থ, বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, কবে এই রোগ থেকে মুক্তি পাবে।