

সোহেল রানা ,নীলফামারী::
দীর্ঘদিন ধরে নানা জটিলতার অবসান ঘটিয়ে সপ্তম ধাপে নীলফামারী সদরের পৌরসভা ঘেঁষা ইটাখোলা ও কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা হয়েছে। নির্বাচনে ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামীলীগ নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু। অপরদিকে কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ নীলফামারী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড তাঁদেরেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার অনুমতি দিয়েছে। মনোনয়ন পাওয়ার পর মুঠোফোনে হাফিজুর রশিদ মঞ্জু বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর স্বপ্ন গ্রাম হবে শহর সেই লক্ষে আমার ইউনিয়ন পরিষদের উন্নয়নের ধারা অব্যাহত আছে। আশা করছি এবারেও বিপুল ভোটে জয়ী হয়ে জনগণের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। এমনি ইটাখোলা ইউনিয়ন পরিষদকে একটি ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়বো।