

আবদুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টারঃ-
পটুয়াখালী জেলার দুমকি থানাধীন পাগলা মোড়ে গোপন তথ্যের মাধ্যমে অদ্য ইং ০৭/০১/২০২২ তারিখ ১৯:৩০ ঘটিকার সময় এসআই (নিঃ)/ ইসতিয়াক আল মামুন সঙ্গীয় এসআই মোঃ কামরুল ইসলাম, এসআই মোঃ আলী হোসেন,এসআই/ সঞ্জীব কুমার , এএসআই/ মোঃ মাসুদ আলম ফোর্সসহ দুমকি থানাধীন পাগলার মোড় অবস্থান করে চেকপোস্ট পরিচালনা করেন এবং দুই বোতল মদ সহ দুজনকে গ্রেপ্তার করেন।
আসামিরা হলো ০১/শিপলু চন্দ্র দাস(২৪), পিতা-রাজেশ্বর চন্দ্র দাস , গ্রাম – কাঠপট্টি ২ নং ওয়ার্ড, থানা ও জেলা পটুয়াখালী এবং অপর আসামী ২/ মো আলভী (২৪), পিতা-মৃত মতিন মিয়া, সাং আদালত পাড়া ০৫ নং ওয়ার্ড , থানা ও জেলা পটুয়াখালী।
উল্লেখিত ঘটনাস্হলে পায়ে হেটে পৌছালে তাহাদের নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে তাহারা এলোমেলো কথাবার্তা বলেন,জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি শিপলু ও আলবি স্বীকার করে তাহাদের কাছে অবৈধ মদ আছে।উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামিদ্বয় তাহাদের নিজ নিজ জ্যাকেটের বাম পাশের নিচের পকেট হইতে নিজ নিজ হাত দ্বারা প্লাস্টিকের সাদা বোতলে ২ বোতল মদ যার প্রতিটির ওজন ৭৫০ মিলি লিটার। মোট ৭৫০×২=১.৫ মিলি যাহার মূল্য অনুমান ৭০০০ টাকা নিজ হাতে ১৯:৫৫ ঘটিকায় বাহির করিয়া দিলে আলামত উপস্থিত স্বাক্ষীদের সামনে জব্দ করিয়া আলামত ও আসামি সহ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করিলে তাহাদের বিরুদ্ধে দুমকি থানায় মাদক দ্রব্য আইনে মামলা নং ০৫ তাং ৭/১/২২ রুজু করা হয়।