

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে শনিবার সকাল থেকে শিক্ষার্থীদেরকে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ হাজার ৬’শ ৮৮ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। ১২ থেকে ১৮ বছর বয়সী
শিক্ষার্থীরা পাবে করোনার টিকা। টিকাদান কার্যক্রম চলবে আগামী ১৭ জানুয়ারী পর্যন্ত।
হাসপাতাল সূত্রে জানা যায়, স্কুল কলেজের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল থেকে টিকাদান কার্যক্রম শুরু
হয়।
শ্রীপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, টিকা দান কর্মসূচীর উদ্ভোদন করেন।উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: প্রণয় ভূষন দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল আমীন, শ্রীপুর সরকারী
পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হাসান। আগামী ১৭ জানুয়ারী পর্যন্ত ১০টি কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। সকাল ৯টা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টিকা দেয়া হবে।শনিবার ৫ হাজার ৯’শ ৬৪ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সকল শিক্ষার্থীদেরকে টিকা দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রণয় ভূষন দাস জানান, শিক্ষা অফিসের প্রদত্ত তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের টিকা প্রদান করা হলো। শনিবার দেয়া হচ্ছে প্রথম ডোজ টিকা। নির্ধারিত সময় পর দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে।