পার্কস্ট্রীট ফ্লাইওভার ১১ ই জানুয়ারি পর্যন্ত বন্ধ


রিপোর্টার কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাস:
পার্কস্ট্রীট ফ্লাইওভার দিয়ে আপাতত ১১ ই জানুয়ারি পর্যন্ত বন্ধ হয়ে গেল যান চলাচলের, এর আগেও মেরামতির জন্য কয়েকদিন যানচলাচল বন্ধ হয়ে গিয়েছিল এবারে বন্ধ হল টেস্টিং ক্ষমতার মূল্যায়নের জন্য এইচ আর বি সি কর্তৃপক্ষ উল্লিখিত ফ্লাইওভারটি বন্ধ করে দিলেন, এবং বন্ধের সময় নির্ধারণ করে দিলেন, পুনরায় 11 জানুয়ারির পর থেকেই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান, যেসকল জান এই ফ্লাইওভারের উপর দিয়ে যাতায়াত করছিল প্রতিদিন ,সেগুলিকে ফ্লাইওভারের উত্তর ও দক্ষিণ দিকে পাশের রাস্তাগুলি দিয়ে চলাচলের ব্যবস্থা করলেন ,সমস্ত জান ওই রাস্তা ধরে উত্তর-দক্ষিণ দিয়ে জহরলাল নেহেরুর রোডের উপর দিয়ে যাতায়াত করবে, জনগণ ও বাস চালকরা যাতে কোনো রকম অসুবিধা না পরে তার জন্য সতর্ক দৃষ্টি রাখবেন ট্রাফিক পুলিশ ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category