

শরিফ মিয়া ইসলামপুর জামালপুর,,,,
ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন
মাননীয় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান।
রবিবার সকাল ১ম নাপতেচর বাজার প্রাঙ্গণে দওপাড়া আনন্দ
বাজার হতে নাপতেচর বাজার পাকা
রাস্তার শুভ উদ্বোধন শুরু হয়।
পর্যায়ক্রমে গাইবান্ধা হাইস্কুল হতে চন্দনপুর পাকা রাস্তা ভায়া দশয়ানি
ফেরিঘাট। গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় ১ তলা ভবন পরিদর্শন
নাপতেচর সরকারি বিদ্যালয় ও
সর্বশেষ মরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্ভোধন।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায়
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন:
নাপিতের বাজারে আগে রাস্তা
ছিল না। ব্রিজ ছিল না। কিন্তু
এখন দেখেন সব জায়গায় পাকা
রাস্তা। যা এখনো চোখে দৃশ্যমান।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মাকছুদুর রহমান আনসারী
চেয়ারম্যান (১০ নং গাইবান্ধা ইউনিয়ন)
তাছাড়া ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের স্থানীয় নেতা-কর্মী সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।