

রতন কুমার রকি
রায়গঞ্জ ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে (ডুমরাই-দেওভোগ) রাস্তার রিপিয়ারিং কাজে ব্যাপক দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তায় পঁচা রাবিশ খোয়া ব্যবহার করায় রাস্তার কাজ বন্ধ।
সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানাযায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই বাজার থেকে পশ্চিম লক্ষিকোলা পর্যন্ত ১৬০০ মিটার পাঁকা রাস্তার রিপিয়ারিং কাজের জন্য ৪৬ লাখ টাকা বরাদ্দ হয়। স্থানীয় ঠিকাদার ফরিদুল ইসলাম টেন্ডারের মাধ্যমে রিপিয়ারিং কাজের কার্যাদেশ পান। কিন্তু ঠিকাদার ফরিদুল ইসলাম এই রাস্তার কাজটি করার জন্য ডুমরাই গ্রামের শামসুল ইসলামকে রাস্তার রিপিয়ারিং করার জন্য সাব-ঠিকাদার হিসেবে দায়িত্ব দেন। উক্ত সাব ঠিকাদার স্থানীয় পিংকি ইটভাটা থেকে নিম্নমানের পঁচা রাবিশ খোয়া ক্রয় করে ট্রাক যোগে এনে রাস্তায় বিছাতে থাকে। এসময় স্থানীয় লোকজন এই পঁচা খোয়া রাস্তা থেকে সরাতে ঠিকাদার কে চাপ দেয়।
এব্যাপারে উপজেলা সহকারী প্রকৌশলী আলক লতার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি পঁচা খোয়া ব্যবহারের বিষয়টি স্বীকার করে বলেন আপাতত কাজটি বন্ধ করে দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদারের সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত আছি এবং কাজটি বন্ধ করে দেয়া হয়েছে। সেই সাথে রাস্তায় বিছানো পঁচা খোয়া অপসরণ করার নির্দেশ দেয়া হয়েছে।