

মোঃ এনামুল হক স্টাফ রিপোর্টার:
জেলা ময়মনসিংহের বিজ্ঞ নোটারি পাবলিক সমক্ষে এফিডেভিট
আমি শাকিল আহমেদ ( Shakil Ahmed), জন্ম তারিখ ২৯/০৯/২০০১ ইং, পিতা-সুরুজ মিয়া (Suruj Mia), মাতা – লুৎফুন্নাহার (Lutfunnahar), সাং-কাশর,ডাকঘর-পাড়াগাঁও,থানা- ভালুকা,জেলা-ময়মনসিংহ,পেশা-ছাত্র,ধর্ম- ইসলাম জাতীয়তা -বাংলাদেশী ।
ধর্মতঃ প্রতিজ্ঞা পূর্বক এফিডেভিট মূলে ঘোষণা করিতেছি যে আমার পিতার শুদ্ধ ও সঠিক নাম সুরুজ মিয়া( Suruj mia) যাহা আমার জাতীয় পরিচয়পত্রে সঠিক ভাবে লিপিবদ্ধ আছে এবং আমি ময়মনসিংহ শিক্ষা বোর্ড এর অধীনে অনুষ্ঠিত ২০২০ ইং সনের HSC পরীক্ষায় অংশগ্রহণ করিয়া G.P.A- 4.50 পেয়ে উত্তীর্ণ হইয়াছি। আমার উক্ত পরিক্ষার রেজিষ্ট্রেশন নম্বর 1518993884/2018-19, রোল নং- 403107।
আমার উক্ত পরীক্ষায় রেজিঃ কার্ড, এডমিট কার্ড,মার্কসীট ও সনদপত্রে আমার পিতার নামের কলামে ইংরেজীতে “ Suruj Mia ” এর স্থলে ভূল বশতঃ ,“ Md. suruj Ali ” লিপিবদ্ধ হইয়াছে যাহা সংশোধন করা আবশ্যক। প্রকৃত পক্ষে আমার HSC পরিক্ষার রেজিঃ কার্ড,এডমিট কার্ড,মার্কসীট ও সনদপত্রে আমার পিতার নামের কলামে ইংরেজীতে লিপিকৃত ভূল নাম “ Md. Suruj Ali” কর্তনক্রমে তদস্থলে আমার পিতার শুদ্ধ ও সঠিক নাম “ Suruj Mia” লিপিবদ্ধ হইয়া সংশোধিত হইবে।
অতঃপর আমি সংশ্লিষ্ট সকলের অবগতি ও আইনগত ব্যবহারের নিমিত্তে জেলা ময়মনসিংহের বিজ্ঞ নোটারী পাবলিক সমক্ষে হাজির হইয়া নিজ নাম স্বাক্ষর করতঃ অত্র এভিডেভিড সম্পাদন করিয়া দিলাম। ইহাই আমার এভিডেভিট মূলে ঘোষণা।