

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
পঞ্চম ধাপে অনুষ্ঠত হয় গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে ঘটে বিচ্ছিন্ন ঘটনা। প্রচার কাজে বাধা,মারধর,অফিসে অগ্নি সংযোগের অভিযোগ রয়েছে। পৃথক ঘটনায় ছয় ইউনিয়নের আ’লীগ প্রার্থীরা বাদী হয়ে মামলা করেছেন ৭টি। এসব মামলার অভিযোগে নাম উল্লেখ রয়েছে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর আড়াই শতাধিক সমর্থকের । অজ্ঞাত সহ আসামী করা হয়েছে ৫’শতাধিক কর্মী সমর্থককে।
জানাযায়, পঞ্চম ধাপে ৫জানুয়ারী শ্রীপুরের ৮টি ইউনিয়নে নির্বাচন অুনষ্ঠিত হয়। আ’লীগ মনোনীত প্রার্থীদের সাথে বিদ্রোহী ও স্বতন্ত্র
প্রার্থীদের সহিংস ঘটনা ঘটে। আ’লীগ প্রার্থীরা প্রতিদ্বন্ধী প্রার্থীর কর্মী সমর্থকদের নামে পৃথক ঘটনায় ৫’শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ৭টি মামলা
দায়ের করেছেন। বরমী ইউনিয়নঃ বরমী ইউনিয়নের লাকচতল এলাকায় আ’লীগ প্রার্থী নির্বাচনী অফিসে অগ্নি সংযোগ ভাংচুরের ঘটনায় আনোয়ার হোসেন সরকার বাদী হয়ে বিদ্রোহী প্রার্থী তোফাজ্জল হোসেন ও তার ৪২জন কর্মী সহ অজ্ঞাত ২০/৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।
কাওরাইদঃ কাওরাইদ ইউনিয়নের পাইটাল বাড়িমোড়ে আ’লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ভাংচুর এবং জুগিসিট কেন্দ্রে আ’লীগ প্রার্থী সহ সমর্থকদের মারপিটের পৃথক ঘটনায় আজিজুল হক আজিজ বাদী হয়ে দু’টি মামলা করেছেন। মামলায় বিদ্রোহী প্রার্থী কামরুল হাসানের ৮৯ জন সহ অজ্ঞাত ৯০/১১০ জন কর্মী সমর্থকের বিরুদ্ধে মামলা করা
হয়।
রাজাবাড়িঃ রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া কলেজ মাঠ সংলগ্ন স্থানে আ’লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করাহয়। এঘটনায় আ’লীগ প্রার্থী হাসিনা মমতাজ বাদী হয়ে প্রতিপক্ষের ৩২জন সহ অজ্ঞাত ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।
তেলিহাটিঃ তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া বাজারে আ’লীগ প্রার্থী আলহ্বাজ আ.বাতেন সরকারের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় বাতেন সরকারের ছেলে ব্যারিস্টার মো. হুসনে মোবারক বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহাম্মদ সরকারের ৪০জন সহ অজ্ঞাত ২০/৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গোসিংগাঃ গোসিংগা ইউনিয়নের পশ্চিম বেড়াবাড়ি এলাকায় এবং বেড়াবাড়ি গ্রামে আ’লীগ প্রার্থীর দু’টি নির্বাচনী অফিসে অগ্নি
সংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আ’লীগ প্রার্থী ছাইদুর রহমান বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী খন্দকার মো. আসুদুজ্জামানের ১১জন সমর্থক সহ অজ্ঞাত ২০/৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।গাজীপুরঃ গাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় আ’লীগ মনোনীত প্রার্থীর প্রচারণায় প্রতিপক্ষের হামলা ও বাধার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আ’লীগ প্রার্থী আজাহার হোসেন বাদী হয়ে বিদ্রোহী প্রার্থী আলহ্বাজ মো. সিরাজুল হক মাদবরের ৩৪ জন সমর্থকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য গত বুধবার (৫জানুয়ারী) শ্রীপুরে ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ার ম্যান পদে ৫৫জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৮৩জন এবং সংরক্ষীত নারী সদস্য পদে ৩’শ ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪’শ ৪৩জন। নির্বাচনের ভোট প্রদান করেন ২ লাখ ২৫ হাজার ৩৭ জন ভোটার। শ্রীপুর থানার অফিসার ইনজার্জ খোন্দকার ইমামহোসেন জানান, মামলা গুলো তদন্তাধীন আছে। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।