

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর শ্রীপুর পৌর শহরে সোমবার রাতে ইউনাইটে সেন্টের নামক মোবাইল ফোনের দোকানে দু’সাহশিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোর দোকানের টিনের চাল ও কাঠের পাটাতন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ সাড়ে ৬ লক্ষ টাকার মালামাল নিয়া যায়।
দোকান মালিক মাসুদ রানা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধে করে বাড়ী চলে যান। মঙ্গল সকাল ৯টার দিকে দোকান খোলে দেখতে পান উপরের পাটাতন ও টিনের চাল কাটা, ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা, দোকানের মোবাইল প্যাকেট এলোমেলো ভাবে পড়ে আছে।
তিনি জানান, অজ্ঞাত চোর দোকান থেকে নগদ ৩ হাজার ১শত টাকাসহ প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যের ৩৭টি মোবাইল ফোন নিয়ে গেছে। উল্লেখ্য ১৫ মাস পূর্বে এ দোকানটি পৌর শহরে নুরুল ইসলাম খান সুপার মার্কেটে থাকাবস্থায় প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের মোবাইল ফোন চুরি হয়েছিল। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, চুরি ঘটনাটি শুনেছি। দোকান মালিকের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।