

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ঝকঝকে রাস্তা। কোথাও খানাখন্দ নেই। অথচ সেই পাকা রাস্তাই দু’শ্চিন্তা বাড়িয়ে দিয়েছে যাত্রী থেকে যানচালক সকলের।
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা- গণস্বাস্থ্য সংযোগ সড়কের পাশের জমিতে মাটি ভরাটের কাজ চলছে। মাটি বোঝাই ডাম্পারের আনাগোনা ওই সড়কে। আর সেটাই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ওই সড়কে যাতায়াতকারী যাত্রী ও যানচালকদের। কারণ ডাম্পারে করে মাটি অন্যত্র নিয়ে যাওয়ার সময় বা অন্য জায়গা থেকে আনার সময় তা ঠিকমতো ঢাকা না দেওয়ার ফলে গাড়ির ঝাঁকুনিতে রাস্তায় পড়ছে। গতকালের বৃষ্টিতে সেই ছড়িয়ে থাকা মাটি গলে পিচ্ছিল করে দিয়েছে সড়ক। ফলে গাড়ির চাকা পিছলে ইতিমধ্যেই ঘটে গিয়েছে কয়েকটি দুর্ঘটনা।
পিচ্ছিল রাস্তায় চাকা পিছলে বাইক উল্টে দুর্ঘটনাও ঘটছে অহরহ। প্রতি ক্ষেত্রেই চালকেরা দায়ী করেছেন রাস্তায় পড়ে থাকা এঁটেল মাটিকে। তাদের অভিযোগ, বৃষ্টিতে মাটি পড়ে রাস্তা পিচ্ছিল হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই দুর্ঘটনা ঘটছে। অথচ এ সব বন্ধ করতে কেউ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এমন অবস্থা দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।