

কে এম মেহেদী হাসান :
চারিদিকে মানবতা মানবতা আর মানবতা।
চতুরেই দেখি মানববন্ধনের মতো খন্ড খন্ড মিছিল।
তবে জারজে’র সংখ্যা কমছে না-তো!
ভূমিহীন পথচারীদের সংখ্যাও বেড়ে চলছে ক্রমাগত।
এক মুঠো ভাতের জন্যেও___
দেখি লাঞ্চিত হয় ক্ষুধার্ত মানুষ গুলো!
নাটকের মঞ্চ গুলো দেখতে আজ বেশ,
বাহারি ফুলে___
বাহারি বাতিতে চাকচিক্য পরিবেশ।
কেনো কথা দিয়ে কথা রাখনা বন্ধুগণের শুভাকাঙ্ক্ষী মহোদয় সাহেব?
কেনো অকারণে ঝরে যায় হাজার হাজার নিষ্পাপ প্রাণ?
কেনো স্বাধীন ভূখন্ডে আত্ম-চিৎকার গুলো___
শঙ্খচিল হয়ে ভীবিত অন্তরে আকাশে উড়ে?
চারিদিকে মানবতা মানবতা আর মানবতা।
চতুরেই দেখি মানববন্ধনের মতো খন্ড খন্ড মিছিল!
নাটকের মঞ্চ গুলো দেখতে আজ বেশ।
এখনো দুঃখিনী জননী’র চোখের জল___ খরস্রোতা নদীর রূপে বহমান!
জলের ভাষা-কি বুঝতে পা-ও ওহে ছদ্মবেশি সাহেবের দল!
তোমরা-কি শুনতে পারো-না হাজারো অনাথের আর্তনাদ?
আর কতো শোনাবে বলো তোমাদের ঐ মানবতার স্লোগান!
এর শেষ কোথায় বলে দাও হে ছদ্মবেশি সাহেবের দল!
চারিদিকে’ই মানবতা মানবতা আর মানবতা স্লোগান।