

রিপোর্টারঃসৈয়দ সালমান হোসেন:
ডাসারে পূর্ব খান্দুলী এলাকায় র্যাব অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ডাসার থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, র্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার থানাধীন পূর্ব খান্দুলী গ্রামের মাওলানা রুহুল আমিনের বসত বাড়ির পূর্বপাশে ইটের সোলিং রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে সুমন মাতুব্বর নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার বাড়ি ডাসার উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামের ৩নং ওয়ার্ডে বলে জানা গেছে।
এসময় উক্ত মাদক ব্যবসায়ীর নিকট হতে ১কেজি গাঁজা,মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং ১টি সিম কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত ব্যক্তি তার কৃতকর্মের বিষয় স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসার কার্যক্রম করে আসছে বলে জানায়।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বলেন,র্যাব ৮এর স্কোয়ার ড্রোন লিডার সাদেকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১কেজি গাঁজাসহ সুমন মাতুব্বরকে আটক করে ডাসার থানায় সোপর্দ করে।তার বিরুদ্ধে ডাসার থানায় ১টি মাদক মামলা হয় এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।