

মোঃ ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে ৩ জনকে ডিবি পুলিশ।
গত বৃস্পতিবার মুন্সীগঞ্জের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ থানাধীন দক্ষিন ইসলামপুর
এলাকার মোঃ নয়ন মিয়ার চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে পিতা-মৃত জয়নাল আবেদীন গাজীর ছেলে মোঃ ইউসুফ গাজী (৫৮) এর নিকট হইতে ৮১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, পিতা – খোকন শেখের ছেলে মোঃ সেলিম শেখ(৪১) এর নিকট হইতে ০৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও পিতা- মৃত তাহের আলীর ছেলে হৃদয় (২৮) এর নিকট হইতে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ১০১ পিস ইয়াবাসহ ট্যাবলেটসহ আমামীদেরকে গ্রেফতার করে। মুন্সীগঞ্জ ডিবি পুলিশ অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ (পিপিএম) জানান, আসামিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।