

শরিফ মিয়া ইসলামপুর জামালপুর:
জামালপুর ইসলামপুর পার্থশী ইউনিয়নে ১৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে মুখসিমলা চৌরাস্তা গামাড়িয়া সাহিত্য সমাজ সেবা সংঘের উদ্যোগে ঘোড়া দৌড় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সভাপতিত্ব করেন: সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান (নুন্নু) প্রধান অতিথি এস এম জামাল আব্দুন নাসের (বাবুল) চেয়রম্যান উপজেলা পরিষদ, ইসলামপুর উদ্বোধক তিন তিন বারের সফল মেয়র মোঃ আব্দুল কাদের শেখ , ইসলামপুর পৌরসভা।বিশেষ অতিথি
এ্যাড. মােঃ আব্দুস ছালাম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ইসলামপুর উপজেলা শাখা।
মােঃ ইফতেখার আলম বাবলু চেয়ারম্যান ৭নং পাথশী ইউনিয়ন পরিষদ ও সভাপতি ৭নং পাথশী ইউনিয়ন শাখা।
মােঃ মাকছুদুর রহমান আনছারী চেয়ারম্যান ১০নং গাইবান্ধা ইউনিয়ন পরিষদ।
মােঃ আক্রামুজ্জামান হিরু সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইসলামপুর উপজেলা শাখা।
মােঃ আব্দুল বারি লিচু সাধারণ সম্পাদক, ৭নং পাথশী ইউনিয়ন শাখা ও বীর মুক্তিযােদ্ধা।
মােঃ মাহবুব হাসান দিপন বিশিষ্ট সমাজসেবক, চেয়ারম্যান পদপ্রাথ্থী ৭নং পাথশী ইউনিয়ন পরিষদ, ইসলামপুর।
এস.এম নজরুল ইসলাম (লিটন) বিশিষ্ট ব্যবসায়ী ইসলামপুর।
মােঃ আজিম মিয়া বর্তমান মেম্বার , ৭নং ওয়ার্ড পাথশী ইউনিয়ন পরিষদ।
মােঃ জুলহাস শেখ মেম্বার ৫নং ওয়ার্ড পাথশী ইউনিয়ন পরিষদ।
মােঃ আব্দুল বাতেন বিশিষ্ট ঠিকাদার, ইসলামপুর।
মােঃ ফিরুজ আহাম্মেদ দলিল লেখক, ইসলামপুর সাব-রেজিস্টার অফিস।
মােঃ আছাদুজ্জামান (মারফত) মেম্বার পদপ্রার্থী, ৫নং ওয়র্ড মুখশিমলা, ইসলামপুর।
মােঃ ছাইফুল ইসলাম মেম্বার পদপ্রার্থী ৫নং ওয়র্ড মুখশিমলা, ইসলামপুর।
মােঃ জালাল উদ্দিন সাধারণ সম্পাদক, দালান নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতি, ইসলামপুর।
মােঃ আব্দুল হাকিম সভাপতি, দালান নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতি, ইসলামপুর।
মােঃ রিক্তার আলী মেম্বার পদপ্রার্থী,৭নং ওয়ার্ড
প্রথম স্থান অধিকার করেন ঘুঘুমারি বাসিন্দা মোঃ হাজী নজরুল ইসলাম এর হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান (নুন্নু) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।