

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
পাঁচ লাখ টাকা আত্মসাৎ করতে শ্বশরবাড়ি লোকজন পটিয়ায় মোঃ ফোরকান নামে এক প্রবাসীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত (১৫ জানুয়ারী) রাতে প্রবাসী ফোরকান বাদী হয়ে পটিয়া থানায় খরনা ইউপির শামসু মেম্বারের বাড়ি এলাকার শ্বশুর আবু ছিদ্দিক, শ্বাশুড়ি রুবি আকতার, শ্যালক ইমন ও স্ত্রী রিজা আকতারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানাযায়, গত তিন বছর আগে চন্দনাইশ মুরাদাবাদ এলাকার সিরাজুল ইসলামের পুত্র প্রবাসী মোঃ ফোরকান এর সাথে পটিয়া খরনা ইউনিয়নের আবু ছিদ্দিকের কন্যা রিজা আকতার এর বিবাহ হয়। বিয়ের দুই মাস পর রিজা স্বামীর বাড়ি থেকে ঝগড়াঝাটি করে বাপের বাড়িতে চলে যায়। এতে ফোরকান বিদেশ থেকে তার স্ত্রী রিজা’র বরণ পোষণ জন্য দফায় দফায় পাঁচ লাখ টাকা প্রদান করে। তাদের সংসারে এক কন্যা সন্তান রয়েছে। গত ১২ ডিসেম্বর মোঃ ফোরকান দেশে ফিরে আসলে রিজা শশুর বাড়িতে গিয়ে স্বামী’র সাথে কয়েকদিন সংসার করে। আবার পুনরায় ঝগড়াঝাটি করে বাপের বাড়িতে চলে যায়। পরবর্তীতে ফোরকান স্ত্রী’র কথামত কিছু দিন আগে কচুয়াই ইউনিয়নে একটি ভাড়াবাসা নিয়ে বসবাস করে। গত ১৪ জানুয়ারি সকালে রিজা তার বাপের বাড়িতে বেড়াতে যায়। সে স্বামীর অজান্তে বাপের বাড়িতে যাওয়ার সময় নগদ দুই লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ অলংকার নিয়ে যায়। ১৫ জানুয়ারি রাত ৮টায় মোঃ ফোরকান তার স্ত্রী রিজাকে শ্বশুরবাড়ি থেকে আনতে গেলে শ্বশুরবাড়ির লোকজন প্রবাসী ফোরকানকে এলোপাতারি মারধর করে রক্তাক্ত জখম করেন এবং তার গলায় রাম দা দিয়ে জবাই করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ উল্লেখ করেন। এ ব্যাপারে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।