

রিপোর্টারঃসৈয়দ সালমান হোসেন:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগ মাদারীপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(সোমবার) সকালে মাদারীপুর হোটেল মাতৃভূমির হলরুমে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি মিয়া এম.এ ওয়াদুদ। এসময় আলোচনা করেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও মাদারীপুর পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ। বাংলাদেশ কৃষক লীগ মাদারীপুর জেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মশিউর রহমান ইলিয়াস শরীফের সার্বিক পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক এবং বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খান মোঃ কামরুল ইসলাম লিটু। বক্তব্য রাখেন মাদারীপুর জেলা, মাদারীপুর সদর উপজেলা, কালকিনি, ডাসার, শিবচর ও রাজৈর উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।