

আবদুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টারঃ-
পটুয়াখালীর দশমিনা থানা পুলিশের বিশেষ অভিযানে রুবেল হোসেন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজা সহ আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭-জানুয়ারি-২০২২ ইং) তারিখ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে এস,আই মনিরুজ্জামান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭২ নং দক্ষিন বড় গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা রুবেল হোসেন (২৯) কে আটক করে পুলিশ।আটককৃত মাদক ব্যবসায়ী রুবেল উপজেলার বড়গোপালদী গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ শানু হাওলাদার এর ছেলে।
এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, দশমিনা থানায় এই প্রথম ১ কেজি গাজা সহ মাদক বিক্রেতা আটক হয়েছে। এর আগে ৬০০ গ্রাম সহ ১ মাদক বিক্রেতা আটক হয়েছিল। তিনি আরও বলেন গোপন সংবাদ পেয়ে বড়গোপালদী গ্রামে অভিযান চালিয়ে রুবেল হোসেন কে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।