

শরিফ মিয়া ইসলাম পুর জামাল পুর:
জামালপুরের দেওয়ানগঞ্জে ২০২১-২২ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সমলয়ে বোরোধান চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপন কর্মসূচী শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১৯ জানুয়ারি দুপুর ১ টায় উপজেলা কাজলাপাড়া গ্রামের কৃষক রিয়ামুল ইসলামের বাহির বাড়ীর প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসনে ও বিশেষ অতিথি ছিলেন চিকাজানী ইউনিয়নের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ।
উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ আবুল হাসান রাজুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্রদাস, কৃষি সম্প্রসারন অফিসার মাহমুদুর রহমান জনি, চিকাজানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার আব্দুল মালেক, কৃষক প্রতিনিধি হাজী কিতাব আলী, কৃষি কবি আব্দুল হালিম সহ আরো অনেকে।
অফিস সুত্রে জানা যায়, চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের ৯০ জন কৃষককের ৫০ একর জমিতে সমলয়ে ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে অধিক ফলন, কম খরচ ও কম সময়ে এই চাষাবাদ হবে।
একর প্রতি ৯০ কেজি ইউরিয়া,ডি এ পি – ৬০ কেজি, এম ও পি ৪৮ কেজি রাসায়নিক সারসহ কৃষকদের মাঝে ধানের চারা প্রদান করা হয়েছে। উৎপাদিত ধানের চারা ও চারা রোপন,ধান কাঁটাসহ এর সম্পুর্ন খরচ কৃষি অফিস বহন করবে বলে জানা যায়।