

মোঃ শাহিন,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক ভোরের দর্পন পত্রিকার ২১তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন। সভায় বক্তব্য রাখেন দৈনিক ভোরের দর্পণ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ শাহিন, নয়াদিগন্তের রূপগঞ্জ সংবাদদাতা শফিকুল আলম ভুঁইয়া, যুগান্তরের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার রাসেল মাহমুদ, মানবকন্ঠের রূপগঞ্জ প্রতিনিধি এস.এম রোবেল মাহমুদ, বাংলাদেশের খবরের রূপগঞ্জ প্রতিনিধি ইমদাদুল হক দুলাল, এসএ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি এস এম আবু কাউসার, ডেইলী অবজারভার পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি শাহেল মাহমুদ, দৈনিক আমার বার্তা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মঞ্জুর এলাহী, স্বাধীন বাংলাদেশের রূপগঞ্জ প্রতিনিধি মীর শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সৈয়দ নাজমুল হক, অনুপম হাসান ফরিদ, মোঃ আলম হোসাইন, রিপন সরকার, হাফেজ মোহাম্মদ মোমেন, সোহেল কবির, মাহবুবুর রহমান রনি, আবু কাওছার মিঠুসহ আরও অনেকে।
পরে কেক কেটে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২১তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।