গাজীপুরে ইটভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা


মোঃ এনামুল হক গাজীপুর
গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় তিনটি ইটভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সকালে গাজীপুর সদর উপজেলা ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় নিষিদ্ধ ইটভাটা স্থাপন, এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এদেরকে জরিপানা করা হয়।
এ সময় প্রিন্স হিমেল ব্রিকস কে দুই লাখ টাকা, ন্যাশনাল ব্রিকসকে ৫ লক্ষ টাকা এবং সুইটি ব্রিকসকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয় । এসময় ভেকু দিয়ে ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এবং ফায়ার সার্ভিস দিয়ে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।
গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের উপপরিচলক জনাব নয়ন মিয়াসহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস উক্ত অভিযানে অংশগ্রহণ করেন ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category