

আবদুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টারঃ-
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ৪ নং চরমোন্তাজ ইউনিয়নে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা সহ শামীম হাওলাদার (২৫) নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।আটককৃত শামীম চরলক্ষী গ্রামের বাসিন্দা হেলাল হাওলাদার এর ছেলে।
পুলিশ সুত্রে, বৃহস্পতিবার (২০-জানুয়ারি-২০২২ ইং) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে তদন্তকেন্দ্রর ইনচার্জ এস,আই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ইউনিয়নের চরলক্ষী গ্রামের ০৩ নং ওয়ার্ডস্থ মন্ডল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে শামিম হাওলাদার (২৫), কে ০১ কেজি গাঁজা সহ আটক করা হয়।উদ্ধারকৃত অবৈধ গাঁজার বাজার মূল্য অনুমান ৬০,০০০/- (ষাট হাজার) টাকা।
এ বিষয়ে রাঙ্গাবালি থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।