নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীতে তারুণ্যের উদ্যোগে “একসাথে একযোগে” এই শ্লোগানকে সামনে রেখে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ জানুয়ারি রোজ শুক্রবার পার্টি পয়েন্টে বর্ণাঢ্য আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মমিন। সভায় সভাপতিত্ব করেন তারুণ্যের উদ্যোগের রুশো ও জুবায়ের।
সভাপতির বক্তব্যে আব্দুল মমিন বলেন, তরুণদের দেশ তথা জাতীয় উন্নয়নে এগিয়ে আসতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে নানা উদ্দ্যোগ গ্রহণ করতে হবে। রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন রাজশাহীর নানামুখি উন্নয়ন করছেন।
তরুণদের জন্য তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এই তরুণরা আগামীর ভবিষ্যৎ। তাদের পাশে থাকারও আশ্বাস প্রদান করেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শরীফ আল রেজা ও ইকবাল হোসেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
সভা সঞ্চালনায় ছিলেন, মিশু ও ফাতেমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন, মৃদুল, সবুজ, চাঁদনী, মনিকা, আভামনি, সোনিয়া প্রমুখ।
উল্লেখ্য যে, তারুণ্যের উদ্যোগ সংগঠনের সদস্য সংখ্যা ১০০ জন। এই সংগঠনটি সামাজিক বিভিন্ন কাজ কর্ম করে থাকেন। রক্তদান কর্মসূচি, প্রাকৃতিক দূর্যোগসহ নানামুখি কাজ করে থাকেন সংগঠনটি।