রিপোর্টার শম্পা দাস ও সমরেশ রায়:
ভিক্ষা ও জলখাবার চাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গিয়ে গৃহবধূর পেটে লোহার রড ঢুকিয়ে বাড়িতে লুটপাট.. ঘটনাটি ঘটে বিকেল পাঁচটা নাগাদ হাওড়া সাঁকরাইল থানা চন্দ্র বাটি স্কুল এলাকার একটি বাড়িতে, দুই ব্যক্তি ভিক্ষা ও জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে গৃহবধূ জল আনতে গেলে সেই সময় তারা একটি রড দিয়ে তার পেটে ঢুকিয়ে দেয় এবং চিৎকার করায় তার মাথায় সেই রড দিয়ে আঘাত করে মহিলা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় অচৈতন্য হয়ে পড়েন, গৃহবধূকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, দুষ্কৃতীরা প্রায় ৫ লক্ষ টাকার গহনা ও ৫০ হাজার টাকার নগদ নিয়ে চম্পট দেয়, পাশাপাশি লোকেরা জানান ওই বাড়ি থেকে দুই ব্যক্তিকে বের হতে দেখে এবং আওয়াজ শুনতে পেয়ে গিয়ে দেখেন মহিলার অবস্থা আশঙ্কাজনক, সাথে সাথে তারা পুলিশে খবর দেন, সাঁকরাইল থানার অফিসার ঘটনাস্থলে আসেন এবং গৃহবধূকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, এইরকম কান্ড ঘটায় এলাকায় শোরগোল পড়ে যায় এবং আতঙ্কিত হয়, কিভাবে দুই ব্যক্তি ঘরে ঢুকলো এই নিয়ে ধন্দে এলাকার মানুষ, কেউ গ্রেপ্তার হয়নি পুলিশ তদন্ত করছে , মহিলা ব্যাপারে জানতে চাইলে চিকিৎসক ও প্রশাসন বলেন এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয় ,একটু সুস্থ হলে আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো, আপাতত কিছুটা সুস্থ আছেন।