মোঃ গোলাম মোস্তফা, নান্দাইল,( ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলে ট্রলী ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কাঞ্চন মিয়া (৩২) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
এছাড়া ইজিবাইকের চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাঁরা সবাই ইজিবাইকের যাত্রী।তাদেরকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধায় ময়মনসিংহ -কিশোরগঞ্জ সড়কের পালাহার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও উকুন্দিপাড়া গ্রামের আব্দুল বারিক মাস্টারের পুত্র।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী জানায়, কিশোরগঞ্জ থেকে যাত্রী উঠিয়ে ইজিবাইকটি নান্দাইল চৌরাস্থার দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলির সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ইজিবাইকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান,ইজিবাইকটি ও ট্রলীটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।