রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়:
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মদিবস কে কেন্দ্র করে চলছে প্রস্তুতি,.সকাল থেকেই শিল্পীরা এবং ডেকোরেটার, ইলেকট্রিশিয়ান ও রংমিস্ত্রিদের চলছে কাজের তোড়জোড় ,মাঝে একটা দিন বাদেই নেতাজী সুভাষ চন্দ্রের ১২৬ তম জন্মদিন পালন করবেন মন্ত্রী থেকে শুরু করে অন্যান্যরা , সারাদেশে পালিত হবে নেতাজির জন্ম দিবস ,তাই আজ সকাল থেকেই নেতাজীর মূর্তিতে নতুন করে রংয়ের কাজ করলেন, ডেকোরেটরা নেতাজির মূর্তি আশপাশে প্যান্ডেলের ও ডেকোরেশন কাজে ব্যস্ত এবং তার সাথে সাথে যারা রংয়ের মিস্ত্রি আছেন ,তারাও রাস্তায় নতুন করে রংয়ের কাজ শুরু করেছেন ,এমনকি রাস্তাগুলি কে সুন্দর করে তৈরি করতে দেখা যায়। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন অফিসের অফিসাররা তদারকি করছেন ও আসা-যাওয়া করছেন,। করোনাকালীন সমস্ত প্রটোকল মেনেই এই আয়োজন শুরু হয়েছে,।