এস.এম দুর্জয়ঃ
গাজীপুর জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শুক্রবার (২১ জানুয়ারি)গাজীপুর চান্দনা চৌরাস্তা ভাই ভাই প্লাজায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে দলের চেয়ারম্যান জি এম কাদের ও উনার সহধর্মিনী- জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মিসেস শেরিফা কাদের এমপি র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়া,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এবং শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ কামরুজ্জামান মন্ডল।এসময়ে আরো বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহবায়ক এস এম কিবরিয়া, গাজীপুর জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সিকদার, শ্রীপুর উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ রায়হান মোল্লা,সদর উপজেলার জাতীয় পার্টির নেতা জিলাল আহম্মেদ, জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি নাসির কাজী, জাতীয় মটর শ্রমিক পার্টির কেন্দ্রীয় সদস্য আঃ রহিম শেখ, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি আপেল সহ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।