মোঃ আকাশউজ্জামান শেখ
রামপাল- মোংলা , বাগেরহাট
প্রতিনিধি :
দেশের দক্ষিণাঞ্চলের জেলা বাগেরহাট, খুলনা, রাজশাহী সহ আশেপাশের জেলার অধিকাংশ জায়গার আকাশ সারাদিন মেঘাছন্ন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সেই সাথে এর উপর দিয়ে বয়ে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ ।
আজ বাগেরহাটর অধিকাংশ একালায় বৃষ্টি হতে দেখা গেছে ।এর তীব্র প্রভাব পড়েছে দিন মুজুর খেটে খাওয়া মানুষ গুলোর উপর ।
তারা তীব্র শীতের মধ্যে তাদের কর্মস্থালে যেতে পারেনি তাই তাদের একটি দিনের আয় রোজগার বন্ধ হয়ে গেছে ।
তাছাড়া বাগেরহাট , খুলনা রাজশাহীর অধিকাংশ লোক মাছ চাষ এবং মাছ ধরার উপর তাদের জীবিকা নির্বাহ করে তাই এই তীব্র শীতে তারা মাছ ধরার কাজ চালাতে পারেনি এবং অন্যতম ভাবে প্রভাব পড়েছে এই এলাকার হাজার হাজার কাঁকড়া চাষীদের উপর । এই দক্ষিণাঞ্চলে হাজার হাজার কাঁকড়া চাষী রয়েছে এবং এদের বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মূল্য টা ভালো পাই ।ফলে এই সময়ে হাজার হাজার কাঁকড়া চাষী তাকিয়ে থাকে এর উপর কিন্তু তীব্র শীতে কাঁকড়া মারা যায় ।
তাই বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এই শৈত্যপ্রবাহ ।
আবহাওয়া অধিদপ্তরের মতে আগামীকাল ও এসব অঞ্চলের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ।