সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা জেলা পুলিশের আয়োজনে আজ সকাল ০৯.০০ ঘটিকায় বরগুনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশ সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব এস এম তারেক রহমান। প্যারেড এর অভিবাদন গ্রহন ও প্যারেড পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মহোদয় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্যারেড ও স্যালুট প্রদানের মান নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি জেলা পুলিশের শৃংখলা রক্ষায় যথাযথভাবে ইউনিফর্ম পরিধান ও জেলার আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।
প্যারেড শেষে অতিরিক্ত পুলিশ সুপার অস্ত্রাগার, যানবাহন শাখা, পুলিশ হাসপাতাল ও রেশন স্টোরসহ পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।
মাস্টার প্যারেডে প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), বরগুনা।