সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
চলমান মাদক বিরোধী অভিযানে বরগুনার আমতলী থানা পুলিশ ৭১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদ ভিত্তিতে আমতলী থানার এসআই আব্দুল হাই ফকিকের নেতৃত্বে সদর ইউনিয়নের মানিকঝুড়ি এলাকা থেকে ইয়াবা ক্রয়- বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করা চিহ্নিত মাদক কারবারী বরিশালের বাখেরগঞ্জ উপজেলার খেজুরা ভরতপাশা গ্রামের মোঃ মহসিন নকিব (২২) ও উপজেলার ছোনাউঠা গ্রামের মোঃ সুজন শরীফকে (২০) ৭১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ওই দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (রবিবার) দুপুরে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে পাঠিয়ে দেয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃত দুই মাদক কারবারীকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।