নীলফামারীতে একদিনে বিদেশী নাগরিকসহ ১৯জন ওমিক্রণে আক্রান্ত
সোহেল রানা,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে তিন বিদেশী নাগরিকসহ ১৯ জনের শরীরে ওমিক্রণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাব টেস্ট, এন্টিজেন টেস্ট, জিন-এক্সপার্ট টেস্ট রির্পোটে জেলায় ১০২ জনের নমুনা পরীক্ষায় এ তথ্য পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নীলফামারী উত্তরা ইপিজেডের একটি শিল্প প্রতিষ্ঠানে কর্মরত তিনজন বিদেশী নাগরিকসহ নতুন করে ১৯ জন ওমিক্রণে আক্তান্ত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবীর বলেন, বর্তমানে জেলায় ৭৬ জন ওমিক্রণে আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।
গত তিনদিনে উত্তরা ইপিজেড’র একটি চিনা কোম্পানীতে কর্মরত ১৯ জন ওমিক্রণে আক্রান্ত হয়েছিল। এদের মধ্যে তিনজন বিদেশী নাগরিক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আক্রান্তদের নিজ নিজ বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category