নি-রুপ অন্ধকার
কলমে,
কে এম মেহেদী হাসান :
আলোর কক্ষে নিরুপ অন্ধকার খেলে,___
যে ছলে নিসচুপ অসহায় বোবা মুখ___
সে-ছল মানুষে-না জানে!
আজ মানুষ গুলো নিরূপায়___
তাই-তো সিঁদুর তোমার সিঁথিতে।
সৃজন তোমার আপন মনে সংসার ভবে।___
যেখানে তৃষ্ণার জল মেলে-না,___
অন্য ঘরে বসত বলে’ই ফিরে চলে মানবতা বারবার।
কি-রুপ নিষ্ঠুরতা শৃঙ্খলার প্রতিটি শব্দে শব্দে!
দাও!, ছড়িয়ে দাও___
তোমার আগামী মিথ্যা বুলি।
তবলার তালে তোমার,___
নেশা ঝরা নৃত্য!___
বিভোর মেতেছে যতো-সব নাদান শ্রোতা।
ভেবে দেখ ওহে,_____
ও-মন পূজারী__কি মন্ত্র তুমি জপো!
কেনো এ-ই ছল?____
কেনো ছলে ছলে অকারণ’ই গড়ে খুলিতেছ মায়া-মাখা মিথ্যে জলসা ঘর।
আলোর কক্ষে নি-রুপ অন্ধকার হয়ে,____
আর কতো ছড়াবে তোমার রঙ!
থলিতে সঞ্চয় তোমার ময়লার আবরণ,
যে ক্ষনে তোমার শাসন রশি পড়বে হাতে___
মিলবে-না হয়তো উপায়।।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category