সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতাঃ-
সারা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২২ জানুয়ারি) রাতে পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ১৮ বছর প্রবাসে পালিয়ে ছিলেন তিনি।
র্যাব জানায়, নিম্ন আদালতে হত্যাকাণ্ডের রায় ঘোষণার পর দুবাই পালিয়ে গিয়েছিল মহিউদ্দিন। দেশে ফেরার পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার মহিউদ্দিন ওরফে মহিনউদ্দিন হাটহাজারী উপজেলার মন্দাকিনি গ্রামের এলাহী বক্সের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। তিনি বলেন, ২০০৩ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ হত্যা মামলারআ রায়ে মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। রায় ঘোষণার পর সে পালিয়ে দুবাইয়ে চলে যায়। ১৮ বছর পর গত বছরের ২৯ অক্টোবর সে দেশে ফিরে আসে। ২৩ জানুয়ারি (রবিবার) রাতের ফ্লাইটে মহিউদ্দিনের আবারও দুবাই চলে যাওয়ার কথা ছিল। শনিবার করোনার সংক্রমণ পরীক্ষার জন্য সে নমুনা দিয়েছিল। দুবাইয়ে ফেরত যাবার আগেই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।