মোঃ রাসেল হুসাইন নড়াইল :
আজ ২৪ জানুয়ারি সোমবার ১১.৩০ ঘটিকায় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শিমুল কুমার দাস সিসিআইসি কর্তৃক উদ্ধারকৃত একটি মোবাইল আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিক মোছাঃ মুনিয়া খাতুন (২৬), পিতা- মৃত শাহাদাৎ মোল্যা, সাং- রামেশ্বরপুর (মধ্যপল্লী), থানা ও জেলা- নড়াইল এর নিকট হস্তান্তর করেন।
গত ইং ১১/০১/২০২২ তারিখ ভিকটিমের সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর কনস্টেবল/৭৫৬ মোঃ সোহান হোসেন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে হারানো VIVO Y-12s মডেলের মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হন। হারানো মোবাইলটি ফেরত পেয়ে ভিকটিম মোছাঃ মুনিয়া খাতুন অত্যন্ত আনন্দিত নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইমের মাধ্যমে হারিয়ে যাওয়ার মোবাইল ফেরৎ পেয়ে নড়াইল জেলা পুলিশ সুপার মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।