মোঃ বাবলু মল্লিক, কালিয়া( নড়াইল) প্রতিনিধি ঃ
জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় নড়াইল জেলা পরিষদ কতৃক বাস্তবায়নে গভীর নলকূপ উদ্বোধন।
শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ, গভীর নলকূপ স্থাপনে উদ্বোধন করেন। রবিবার (২৩ জানুয়ারি) নড়াইলে কালিয়া উপজেলার মূলশ্রী গ্রামে একটি পরিবারের মাঝে এ গভীর নলকূপ উদ্বোধন করেন। নড়াইল জেলা প্রশাসক হাবিবুর রহমান ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড সোহরাব হোসেন। এসময় উপস্থিত ছিলেন, নলকূপ স্থাপনে সার্বিক ব্যবস্থাপক বি,ডি,পি ডাঃ লোৎফার রহমান, কালিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আরিফুর ইসলাম, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম, নড়াগাতী থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় নড়াইল জেলা প্রশাসক বলেন কালিয়া উপজেলায় ৪শত গভীর নলকূপ স্থাপন হবে। প্রথম পর্যয়ে এক শত’ বিশ টি দিয়ে কাজ শুরু হচ্ছে।