চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। পরিচিতিমূলক মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ওসি ফরিদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ,সাংবাদিক ও আমচাষী আহসান হাবিব ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তাসহ অন্যান্যরা। সভায় উপজেলার সব সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা,ইউপি চেযারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।