রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়:
২৬ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস কে কেন্দ্র করে কলকাতার রেড রোড সম্পূর্ণভাবে সেজে উঠেছে, রাস্তার দুধারে তিন রংয়ের কাপড়ে ঢেকে দেওয়া হচ্ছে দর্শনার্থীদের উদ্দেশ্যে, অনুষ্ঠান হলেও কোনভাবেই দর্শকদের দেখার সুযোগ থাকছে না, সম্পূর্ণ প্রটোকল মেনে, বিধিনিষেধ মেনে, এবং দূরত্ব বজায় রেখেই এই অনুষ্ঠানের শুভ সূচনা আগামীকাল। ২৬ শে জানুয়ারী সমস্ত সরকারি থেকে শুরু করে অন্যান্য অফিস কাচারী বন্ধ থাকলেও এই অনুষ্ঠান দেখার সুযোগ হচ্ছে না , তারা একটা দিন ছুটির আনন্দ কাটাতে এইখানে এসে অনুষ্ঠান দেখার জন্য ভোর থেকে ছেলে মেয়েদের নিয়ে, ভিড় জমায় দূরদূরান্ত থেকে মানুষ এসে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্পন্ন ভাবে বিধিনিষেধ আরোপ করেছেন, তিনি জানান যেভাবে করোনাকালে মানুষ আতঙ্কে ভুগছে এবং করোনা বেড়ে চলেছে, তাই জনগণের উদ্দেশ্যে এই অনুষ্ঠানে দেখার সুযোগ থাকছে না, সমস্ত কিছু অনুষ্ঠান কুচকাওয়াজ থেকে শুরু করে যেভাবে প্রতি বছর হয় সবি থাকছে, থাকছে না জনগণের দেখার সুযোগ, থাকছে শুধু দেখার সুযোগ টিভির পর্দায়, ঘরে বসে ,চতুর্দিকে কড়া পুলিশি পাহারা , প্রশাসনের দৃষ্টি নজর থাকছে যাতে কোনোভাবেই মানুষ ভিড় না জমায়, আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানের শুভসূচনা করবেন, উপস্থিত থাকবেন বিভিন্ন মন্ত্রী, বিধায়ক ও অন্যান্য নেতৃবৃন্দ ।