

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল লোহাগড়া কালনা সড়কে লাশবাহি লেগুনার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ নিহত-১ আহত- ১জন। নিহত মামুন কাজী “-২৫,নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের ডৌয়াতলা গ্রামের বক্তিয়ার কাজী’র ছেলে।
পুলিশ এলাকাবাসী সূত্রে জানা গেছে”- মঙ্গলবার ২৫জানুয়ারি বেলা দেড়টার দিকে নড়াইল লোহাগড়া কালনা সড়কে লাশবাহি লেগুনার সাথে দূর্ঘটনা ঘটে।
নিহত মামুন কাজী ও তার সহযোগী শাকিল শেখ ২৪
মোটর সাইকেল যোগে মঙ্গলবার ১:৩০ মিনিটে দিকে লোহাগড়া বাজার এলাকা থেকে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে তারা লক্ষ্মীপাশা-রামপুর সড়কের রাজ্জাক মিয়ার বাড়ি সামনে পৌঁছে।এসময় বিপরীত দিক থেকে আসা লাশ বাহী লেগুনার সাথে
মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা ঘটায়।
দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী শাকিল শেখ ‘২৪-নামে এক যুবক গুরুতর আহত হয়, সে সাহেব শেখ’য়ের পুত্র। লোহাগাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে আপাতত থানায় নিয়ে যায়।