সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
ঘন কুয়াশা ও একাধিক ডুবোচরের কারণে প্রায় সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর বরগুনা জেলার আমতলী-পুরাকাটা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফেরি চালু হয়।
এ রুটে চলাচলরত ইউটিলিটি ফেরির চালক দোলন মিয়া বলেন, পায়রা নদীর নাব্যতা সংকট ও ঘন কুয়াশার কারণে রাতে নৌযান ও ফেরি চালু রাখা যায়নি। কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ২টার দিকে আমতলী-পুরাকাটা রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়।
পরে আজ সকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
এদিকে ফেরি বন্ধ থাকায় আমতলী ও পুরাকাটা ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ লাইন দেখা গেছে।
বিআইডব্লিউটিএ বরগুনা নদী বন্দরের সহকারী পরিচালক মামুন অর রশিদ বলেন, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো কুয়াশার কারণে নির্দিষ্ট সময়ের চেয়ে দেরি করে বরগুনা বন্দর ও আমতলীতে পৌঁছেছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির বলেন, রাতের কুয়াশা, অন্যদিকে পায়রা নদীতে একাধিক ডুবোচরে ফেরি চলাচল অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে।