মোঃ ফরহাদ মিয়া,মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর মল্লিক রায় দীঘির থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে তিন জন সরাসরি হত্যার সাথে জড়িত ও বাকী দু’জন চোরাই মাল কেনার সাথে জড়িত ছিলেন। হত্যার সাথে জড়িতরা হলেন- মুসা সরকার (৪৫), তার দুই সহযোগী মো. নজরুল ফরাজী (৩০) ও সবুজ চোকিদার (২৮) এবং চোরায় মাল ক্রয়ের সাথে জড়িতরা হলেন- আবুল হোসেন (৪০) ও মোখলেস হোসেন (৩৮)। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার সম্মেলনে কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব জানান, অটোরিকশা চুরির জন্য প্রথমে বন্ধুত্ব ও পরে গত ১৪ই জানুয়ারী কৌশলে একটি ঘরে নিয়ে নেশা করিয়ে অচেতন করে অন্ডকোষ চেপে হত্যা করা হয় হিমেলকে। পরে হিমেলের হাত-পা বেঁধে বস্তার ভিতর ঢুকিয়ে ওই দিন রাত ১১দিকে মল্লিক রায় দীঘিতে ফেলে দেয়।
এরপর, চোরাই অটোরিক্সাটি লৌহজংয়ে একটি গ্যারেজে বিক্রি করে দেয় অটোচোরাই চক্রের সদস্যরা। হত্যার চার দিন পর গত ১৮ জানুয়ারি অজ্ঞাত ও অর্ধগলিত অবস্থায় হিমেলের লাশ উদ্ধার করে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
এ ঘটনায় তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে হত্যাকাণ্ডে জড়িত মুসা সরকারকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের অপর চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মোশারফ হোসেনের কাছ থেকে চোরাই অটোরিক্সার চেসিস, তিনটি টায়ার ও একটি মিটার উদ্ধার করা হয়। এদিকে, এ ঘটনার সাথে জড়িত অপর পলাতক আসামি মোকসুদকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।