রিপোর্টারঃসৈয়দ সালমান হোসেন:
সাউথ বাংলা- দক্ষিণ আফ্রিকায় মাদারীপুর জেলার রেজাউল আমিন মোল্লা কে অপহরণ করে হত্যার পর মৃতদেহ আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে আটক চার বাংলাদেশি সিলেট জেলার নোমান, দক্ষিণ সুনামগঞ্জের আল আমিন, জামালপুর জেলার সরিষাবাড়ী থানার শিহাব ও সোলেমানের জামিন নামঞ্জুর করে আগামী ১ ফেব্রুয়ারি পুনরায় শুনানির দিন ধার্য করেছে দেশটির পুমালাঙ্গা প্রদেশের কোয়াখাপন্টিন ম্যাজিস্ট্রেট কোর্ট।
উল্লেখ্য, গত ডিসেম্বরের ১১ তারিখ নিজ দোকান থেকে রেজাউল আমিনকে অপহরণ করে ২৬ ডিসেম্বর নির্মমভাবে হত্যা করে অপহরণকারী চক্রেরের সদস্যরা। ২৬ তারিখ রাতে রেজাউল আমিনের মৃতদেহ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে পান্ডাভিল পার্কে অপহরণকারী দলের সদস্য নোমানের ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে পরিত্যক্ত স্থানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ৩০ ডিসেম্বর স্থানীয় পুলিশ রেজাউল আমিনের কঙ্কাল উদ্ধার করে মর্গে পাঠায়।
অপহরণকারী দলটির বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাতে আরো বেশ কয়েকটি অপহরণ এবং হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে বাংলাদেশিদেরকে নিয়ে কাজ করা সোশ্যাল অ্যাক্টিভিস্ট এস এইচ মোহাম্মদ (মোশাররফ)।
সংঘবদ্ধচক্রটির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালতের সামনে মানববন্ধন করেছেন মুক্তবাংলা ফাউন্ডেশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্রিটোরিয়া, টাঙ্গাইল কমিউনিটি প্রিটোরিয়া সহ কয়েক শত দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি।